‘বিশ্ব নাচে ছন্দময়, আসবে শান্তি কাটবে ভয়’ এই স্লোগানে রাজবাড়ীতে আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়েছে। সোমবার রাতে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা রাজবাড়ীর আয়েজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে নৃত্য পরিবেশিত হয়। এসময় বিভিন্ন গানের তালে সমবেত নৃত্য, একক নৃত্য, দৈত নৃত্য, পুতুল নৃত্য, লোকজ নৃত্য, আধুনিক নৃত্য, কত্থক নৃত্য পরিবেশন করেন শিল্পিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী স্থানীয় সরকারের উপ-পরিচালক ও উপসচিব আসাদুজ্জামান রিপন, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, কমিটির সদস্য হেদায়েত আলী সোহরাব, আজীবন সদস্য এম দেলোয়ার হোসেন প্রমুখ।