রাজবাড়ীতে অস্ত্র দিয়ে সাব্বির নামে এক যুবককে ফাঁসাতে গিয়ে জেলা গোয়েন্দা পুলিশের হাতে চারজন গ্রেপ্তার হয়েছেন। রোববার সকালে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো রাজবাড়ী সদর উপজেলার বড় চরবেনীনগর গ্রামের মিরাজ শেখ (২৭), দয়ালনগর গ্রামের মো. শাকিল শেখ (২৮), রেল কলোনী ভবানীপুরের রানা মোল্লা (২৯) ও বড় চরবেনীনগর গ্রামের মো. রনি বিশ্বাস (১৭)।
ডিবি সূত্রে জানা গেছে, রাজবাড়ী সদর থানার রামকৃষ্ণপুরের সাব্বিরের বাড়ির পাশে গোয়াল ঘরের পেছনে একটি ওয়ান শুটার গান লুকিয়ে রেখে সাব্বিরকে অস্ত্র মামলায় ফাঁসানোর জন্য বড়চর বেনিনগরের মিরাজ নামে পুলিশের এক সোর্স তথ্য দেয় ডিবি পুলিশকে। পরে গত ২৭ এপ্রিল রাতে রাজবাড়ী ডিবি পুলিশের একটি দল অভিযানে নামে। এরপর সোর্সের দেওয়া তথ্যটি যাচাই করতে গিয়ে সন্দেহ হলে উল্টো সোর্সকে আটক করে রাজবাড়ী ডিবি পুলিশ। মিরাজকে জিজ্ঞাসাবাদে তিনি জানান, অস্ত্রটি তাকে রাজবাড়ী জেলার দয়াল নগর এলাকার আজম মন্ডল গ্রুপের মো. শাকিল শেখ ১৫/২০ দিন আগে দেন। এরপর বলেন, যদি তিনি সাব্বিরকে অস্ত্র মামলায় ফাঁসাতে পারেন তাহলে তাকে মোটা অঙ্কের টাকা দেবেন।
রাজবাড়ী ডিবি ওসি মো. মনিরুজ্জামান খান জানান, পূর্ব শক্রতার জেরে সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মো. আক্তার হোসেনের গোয়ালঘরের পাশে অস্ত্র রেখে পুলিশে খবর দেয় অভিযুক্তরা। পরে পুলিশ তাদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা বিষয়টি স্বীকার করেন। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই মো. হাসানুর রহমান বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে সদর থানায় মামলা করেছেন।