উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে রাজবাড়ীর তিন উপজেলায় চেয়ারম্যান পদে আট জন, ভাইস চেয়ারম্যান পদে ২০ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত রোববার ছিল মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন।
রাজবাড়ী সদর উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন জমা দিয়েছেন মনোনয়ন। তারা হলেন জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সদস্য এসএম নওয়াব আলী, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাবেক ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান পিয়াল এবং জেলা যুবদল নেতা অ্যড. নেকবার হোসেন।
ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন আব্দুল মান্নান মুসল্লী, খান মো. জহুরুল হক, আরাফাত হোসেন রামিম, রাশেদুল হক, গণেশ মিত্র, হরিপদ সরকার রানা, নাহিদুল আলম রাজু, মোহন মোল্লা, রায়হান চৌধুরী ও শাহীন মোল্লা।
সদর উপজেলায় নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৭ জন। তারা হলেন সাবেক নারী ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার বিউটি, বর্তমান ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, কোহিনুর বেগম, চম্পা খাতুন, মর্জিনা বেগম, লুৎফুন নাহার ও হামিদা বেগম।
গোয়ালন্দ উপজেলায় বর্তমান চেয়ারম্যান মোস্তফা মুন্সী ও তার ছেলে সেলিম মুন্সী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ উপজেলায় অপর প্রার্থী হলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শহিদুল ইসলাম।
ভাইস চেয়ারম্যান পদে গোয়ালন্দ উপজেলায় তিনজন মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান আসাদ চৌধুরী, আব্দুল বাতেন ও হুৃমায়ুন কবীর পলাশ।
নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন ছালেহা আক্তার বুলবুলি, আফরোজা রব্বানী ও নার্গিস পারভীন।
বালিয়াকান্দি উপজেলায় চেয়ারম্যান পদে দুজন প্রার্থী। বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আবুল কালাম আজাদ ও রেলমন্ত্রী জিল্লুল হাকিমের আপন চাচাতো ভাই উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক এহসানুল হাকিম সাধন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে জমা দিয়েছেন ৭ জন। তারা হলেন আবুল কালাম আজাদ, মো. আবুল কালাম আজাদ, মতিয়ার রহমান, বদিরউজ্জামান মোল্লা, মনিরুজ্জামান, সনজিৎ রায় ও সোহেল মাহমুদ।
নারী ভাইস চেয়ারম্যান পদে এ উপজেলায় প্রার্থী ৩ জন। তারা হলেন খোদেজা বেগম, মৌসুমী আক্তার ও কহিনুর সেলিম।
আগামী ২১ মে তারিখে দ্বিতীয় ধাপে রাজবাড়ী সদর, বালিয়াকান্দি ও গোয়ালন্দ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।