রাজবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী সদর উপজেলার আওতায় সকল প্রাণিসম্পদ খামারিদের অংশগ্রহণের মাধ্যমে ১৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী আব্দুর রহমান এমপি। তিনি ভার্চুয়াল বক্তব্যে খামারিদের উদ্বুদ্ধ করে বলেন, আমিও কোন খামারিদের চেয়ে কম নই। আমিও একজন খামারি। প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল রাজবাড়ী সদরের বাস্তবায়নে প্রানিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রানিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রনালয়ের সহযোগিতায়, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার রবিউল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। অতিথি ছিলেন রাজবাড়ী জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ রঞ্জন বিশ্বাস, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, রাজবাড়ী সদর উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা খায়ের উদ্দিন আহমেদ, রাজবাড়ী জেলা ডেইরি এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ কোহিনুর প্রমুখ।