পুরুষোত্তম ভগবান শ্রী রাম চন্দ্রের জন্ম উৎসব উপলক্ষে “রাম পুজা” শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
যত মত তত পথ, জয় শ্ররাম,হিন্দু স্বার্থে একমত, এই স্লোগান নিয়ে রাজবাড়ী তে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, রাজবাড়ী জেলা শাখা এ শোভাযাত্রার আয়োজন করে।
বুধবার শ্রী শ্রী আনন্দময়ী কালীমন্দির, রেলওয়ে ষ্টেশন চত্বর থেকে বিকাল ৩টায় শোভাযাত্রাটি বের হয়ে রাজবাড়ী শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে পুনরায় রাজবাড়ী রেলওয়ে ষ্টেশনের সামনে এসে শোভাযাত্রাটি শেষ হয়। শতাধিক হিন্দু ধর্মাবলম্বী নারী পুরুষ এতে অংশ নেন। শোভাযাত্রা শেষে ভক্তবৃন্দের মাঝে শ্রী শী আনন্দময়ী কালী মন্দির থেকে প্রসাদ বিতরন করা হয়।
শ্রী রামচন্দ্রের জন্ম উৎসব উপলক্ষে শোভাযাত্রায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট রাজবাড়ী জেলা শাখার সভাপতি অশোক সিকদার, বাংলাদেশ জাতীয় হন্দু মহাজোট রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক বাসুদেব প্রামানিকের সার্বিক তত্ত্বাবধানে অতিথি ছিলেন রাজবাড়ী পুজা উদযাপন কমিটির সভাপতি গনেশ মিত্র, প্রধান সমন্বয়কারী রতন দাস, সাবেক সভাপতি অশোক সরকার, সহসভাপতি দিলীপ মজুমদার, প্রমুখ উপস্থিত ছিলেন।