রাজবাড়ী একাডেমির উদ্যোগে আগামী ১৮ থেকে ২০ এপ্রিল তিন দিনব্যাপী বাংলা উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে এ উৎসব। বাংলা উৎসব ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশের অনন্য সুযোগ এনে দিয়েছে। প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীরা এখানে ভাষা ও সাহিত্য চর্চার অনন্য সুযোগ পাবে। শতশত ছেলে মেয়ের আনন্দমুখর অংশগ্রহণ এক দৃষ্টিনন্দন দৃশ্যের অবতারণা হবে। এবারের উৎসবে আরো কিছু নতুন মাত্রা যুক্ত হয়েছে। প্রথমবারের মতো এবার বিশেষ বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ দুটি প্রতিযোগিতা ইতোমধ্যে ছাত্র-ছাত্রীদের মধ্যে দারুন সাড়া ফেলেছে। প্রাক বাংলা উৎসব ভাষা প্রতিযোগের মাধ্যমে বাছাই পর্ব সম্পন্ন হয়েছে। উৎসব মঞ্চে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া দেয়াল পত্রিকা, অভিধান থেকে শব্দ বের করা, চিত্রাংকন প্রতিযোগিতা, তাৎক্ষণিক কুইজ, আবৃত্তি প্রতিযোগিতা, তাৎক্ষণিক ছড়া লিখন প্রভৃতি আমাদের উৎসবের অন্যতম আকর্ষণ। ১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মোট চারটি বিভাগে বিভক্ত হয়ে ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। স্বতস্ফূর্তভাবে তারা অংশ নেয়। পুরস্কার হিসেবে দেওয়া হবে সব সময়ের বন্ধু বই। ১৮ এপ্রিল বেলা ৩টায় বর্ণমিছিলের মাধ্যমে শুভ সূচনা হবে এবারের উৎসবের।
তিনদিনের অনুষ্ঠানে প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেল পথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম এমপি, বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থনীতিবিদ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. আতিউর রহমান, আবৃত্তি শিল্পি মাহমুদা আখতার।
দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজবাড়ী -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, সমাজ সেবক ডা. এনএএম মোমেনুজ্জামান। তৃতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদক প্রাপ্ত অভিনেতা আবৃত্তিকার লেখক জয়ন্ত চট্টোপাধ্যায়। শেষ দিনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক আবু কায়সার খান।
সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. ইকবাল হোসেন। সভাপতিত্ব করেন রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সহ সভাপতি মুহাম্মদ সাইফুৃল্লাহ, যুগ্ম সম্পাদক সৌমিত্র শীল, সাংগঠনিক সম্পাদক ফারুক উদ্দিন প্রমুখ।