‘ন্যায় বিচার ও শৃঙ্খলা প্রতিষ্ঠা ল ফোরাম রাজবাড়ীর প্রচেষ্টা’ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ী ল ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এসএম কুদ্দুস জামান। দুপুরে রাজবাড়ী শিল্পকলা একাডেমি মিলনায়তনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। বিকেল ৩টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় বক্তৃতা করেন কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম, ল’ফোরাম রাজবাড়ীর প্রধান পৃষ্ঠপোষক নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আকরাম হোসেন, রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুজ্জামান তুহিন, জিসানুল হাসান বর্ষণ প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইসরাইল হোসেন। সঞ্চালনা করেন কেএম মশিউর রহমান ও মেহেরীন জামান মৌ।
প্রধান অতিথির বক্তৃতায় বিচারপতি এসএম কুদ্দুস জামান বলেন, বর্তমানে ভালো আইনজীবীর সংখ্যা হাতে গোনা। আইন শুধু পড়ার উদ্দেশ্যে নয়, আইনকে ভালো করে জানা এবং চিন্তাও করতে হবে। একটি আইন কেন তৈরি হলো তার পেছনের ইতিহাস জানতে হবে। ন্যায়বিচার পেতে বিচারকের চেয়ে আইনজীবীরাই বেশি ভূমিকা রাখেন। তাই আমাদের ভালো আইনজীবী হতে হবে। পাশাপাশি আইনের শিক্ষার্থী হিসেবে জনগণের দোরগোড়ায় আইনের সেবা পৌঁছে দিতে হবে।
অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন যুগ্ম জেলা ও দায়রা জজ (ঢাকা) শেখ মো. ওয়াসিম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ফরিদপুর) গৌর সুন্দর বিশ্বাস, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (ফরিদপুর) রাইসা সরকার, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (বরগুনা) আরিফা আফরিন আখিঁ, সহকারী জজ (বরিশাল) মিরাজুল ইসলাম।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।