ঐতিহাসিক আজাদী ময়দানে বর্ষবরণ উদযাপন পর্ষদ রাজবাড়ী এর আয়োজনে বরাবরের মতো এবারও নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ ১৪৩১কে বরণ করা হয়। সকাল ৮টায় জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করা হয়। আগুনের “পরশমনি জ্বালাও প্রাণে” সঙ্গীতের সাথে সাথে প্রদীপ প্রজ্জলন করেন উপস্থিত সুধীজন ও সাংস্কৃতিক কর্মীবৃন্দ, এস হে বৈশাখ সঙ্গীত, প্রভাত বীনা তব বাজে” এর পর একের পর এক সঙ্গীত নৃত্য আবৃত্তির মধ্যে দিনের প্রথম পর্বের অনুষ্ঠান এবং তিন দিনের অনুষ্ঠান মালার প্রথম দিনের অনুষ্ঠান হিসাবে প্রভাতি অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। আজ সন্ধ্যা পর্ব এবং আগামী দুই দিনে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উপস্থাপনায় ঐতিহাসিক আজাদী ময়দান বর্ষবরণের মিলন মেলায় পরিণত হবে।