রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩১ পালন করেছে। রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের আম্রকাননে রবিবার সকাল ৮টায় পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন কার্যক্রম শুরু করা হয়। সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের আম্রকানন থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। মঙ্গল শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার আম্রকাননে এসে শেষ করা হয়। পরে জেলা প্রশাসকের আম্রকানে বাংলার ঐতিহ্য গ্রামগঞ্জের কল্পকাহিনী সম্পর্কে অতিথিবৃন্দ তরুনদেরকে অবোহিত করেন। বাংলা নববর্ষে রাজবাড়ীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনার মাঝে মাঝে বাংলাদেশের সংস্কৃতির নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, নাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। দিনব্যাপি অনুষ্ঠানে রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের জতীয় সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি।
প্রধান অতিথি বলেন, আজ আমরা নতুন বাংলা বছরে পা রাখলাম। বিগত সব গ্লানি ভুলে নতুন করে পথ চলার জন্য সকলকে অনুরোধ জানাই। আমরা সকলে ভেদাভেদ ভুলে নতুন করে মিলেমিশে চলি। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন। তিনি আরও বলেন আজকের এই দিনে আমাদের সকলে মিলে দেশ গড়ার জন্য প্রত্যাশা করি। আসুন সবাই বাংলার সংস্কৃতির প্রতি সম্মান জানাই। বাংলার সংস্কৃতির প্রতি সম্মান না করলে দেশের প্রতিও অসম্মান করা হবে বলে মনে করি।
এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন রাজবাড়ী পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ, পিপিএম, রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক সুবর্ণা রানী সাহা, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার প্রমুখ উপস্থিত ছিলেন।