রাজবাড়ী জেলা শিক্ষা অফিস আয়োজিত এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ডিসেমিনেশন অফ নিউ কারিকুলাম স্কীম শীর্ষক স্কিমের আওতায় প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রতিষ্ঠান প্রধানগণের নতুন শিক্ষাক্রম বিস্তরণ, মনিটরিং ও মেন্টরিং বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ বুধবার শেষ হয়েছে।
রাজবাড়ী শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।
জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকগণ এ কর্মশালায় অংশগ্রহণ করেন।