দেশ গড়ার শপথে রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৯টায় রাজবাড়ী শহীদ খুশী রেলওয়ে ময়দানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধনের পর রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান ও পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। পরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে।
এর আগে প্রত্যুষে পুলিশ লাইনসে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির জনকের ম্যুরাল, মুক্তিযোদ্ধা স্মৃতিফলক, লোকেশেড বধ্যভূমি, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে।
অন্যদিকে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক আবু কায়সার খান। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন একেএম শফিকুল মোরশেদ চেয়ারম্যান জেলা পরিষদ, জিএম আবুল কালাম আজাদ পিপিএম পুলিশ সুপার, ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন সিভিল সার্জন রাজবাড়ী, বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার সাবেক চেয়ারম্যান জেলা পরিষদ রাজবাড়ী, বীর মুক্তিযোদ্ধা মো. আ. জলিল মিয়া প্রমুখ।