রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির সভা গতকাল সোমবার উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল আলম। কমিটির প্রধান উপদেষ্টা রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী এসময় উপস্থিত ছিলেন।
তিনি বলেন, রাজবাড়ীতে ইটভাটার সংখ্যা বেড়েছে। কৃষি জমি থেকে মাটি ইটভাটায় যাচ্ছে। রাস্তায় ক্ষতি হচ্ছে। নতুন রাস্তা নির্মাণের পর সেগুলো ৩ বছরের আগে মেরামত করা যায় না। রাস্তাগুলো ভেঙে যাচ্ছে। এছাড়া রাজবাড়ীর গঙ্গাপ্রসাদপুর ও মেছোঘাটা এলাকায় মাদকের রমরমা ব্যবসা চলছে। সবাই জানে কারা মাদক সেবন করছে, কারা মাদক ব্যবসা করছে।
সভায় রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল, ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, কৃষি কর্মকর্তা মো. জনি খান, সদর থানার উপ পরিদর্শক মো. সোহেল রানা, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী খান, সাধারণ সম্পাদক ও মূলঘর ইউনিয়নের চেয়ারম্যান মো. ওহিদুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।