রাজবাড়ী শহরের অংকুর স্কুল এন্ড কলেজে শুক্রবার বিকেলে প্রাক্তন শিক্ষার্থী সদ্য প্রয়াত আলেয়া আক্তারের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানটির মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন প্রধান শিক্ষক নাজমুল আলম চৌধুরী, প্রাক্তন প্রধান শিক্ষক নাইয়ার সুলতানা, শিক্ষক আব্দুল হাই, প্রাক্তন শিক্ষার্থী সাব্বির জামান, আশরাফুল হাসান, এজাজ আহম্মেদ, হাবিবুর রহমান, গোলাম মোর্তজা, শহিদুল ইসলাম, এস এম কাউসার মাহমুদ প্রমূখ। এসময় শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়। বক্তারা বলেন, আলেয়া একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি মানিকগঞ্জ হলেও রাজবাড়ী ও অংকুর স্কুলের প্রতি তার ছিল অগাধ টান। স্কুলের পুনর্মিলনী আয়োজনে তিনি ছিলেন একজন অন্যতম উদ্যোক্তা। হঠাৎ করে তার ব্রেন টিউমার সনাক্ত হয়। সনাক্ত হওয়ার প্রায় সপ্তাহ খানেক পরে ১৯ মার্চ দিবাগত রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডে সবসময় নিয়োজিত রাখতেন। আলেয়া বেগম ২০০১ সালে অংকুর কলেজিয়েট স্কুলের এসএসসি ব্যাচের শিক্ষার্থী। তিনি পুলিশের উপপরিদর্শক (এসআই) হিসেবে রাজবাড়ী, ফরিদপুরসহ বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন। তাঁর সর্বশেষ কর্মস্থল ছিল ফরিদপুর সাইবার
ক্রাইম। মারা যাওয়ার সময় তিনি স্বামী, একমাত্র সন্তান, মা-বাবাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ২০ মার্চ বিকেলে মানিকগঞ্জের কাধিধারা গ্রামে তাঁর দাফন সম্পন্ন হয়।