রাজবাড়ীতে ভুল চিকিৎসায় জুবাইদা মীরা (২৩) নামে প্রসূতির মৃত্যুর ঘটনায় ডা. শারমিন আক্তার সুমি ও ডা. সিরাজুম মুনিরা প্রত্যাশা নামে ২ চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে।
মৃত জুবাইদা মীরার বাবা মো. জলিল মোল্লা গত মঙ্গলবার রাজবাড়ীর ১নং আমলী আদালতে মামলাটি দায়ের করেন। মীরা রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের সাব্বির মোল্লার স্ত্রী।
মামলার আসামি ডা. শারমিন আক্তার সুমি খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জুনিয়র গাইনী কনসালটেন্ট হিসেবে কর্মরত ও রাজবাড়ী আদর্শ ক্লিনিকে প্রাইভেট চিকিৎসা করেন বলে জানা গেছে।
মৃত জুবাইদা মীরার স্বামী সাব্বির মোল্লা জানান, গত ৩১ ডিসেম্বর আদর্শ ক্লিনিকে মীরাকে সিজার করেন ডা. সুমি ও তার বোন ডা. প্রত্যাশা। সিজারের পর থেকেই মীরা খুবই অসুস্থ হয়ে পড়ে। মীরার শারীরিক অবস্থা খুব খারাপ হলে ডা. সুমি তাকে ঢাকায় রেফার্ড করেন। পরে মীরাকে ঢাকার পপুলার হাসপাতালে ভর্তি করলে সেখানকার চিকিৎসকরা জানান সিজারিয়ান অপারেশনের সময় মীরার কিডনিতে খোঁচা লেগে কিডনি ড্যামেজ হয়ে যায়। এরপর থেকেই মীরাকে আইসিইউতে রাখতে হয় ও কিডনি ডায়ালসিস করতে হয়। প্রায় ৪০ দিন চিকিৎসাধীন থাকার পর মীরা মারা যায়। চিকিৎসকের ভুলে আমার স্ত্রী মারা গেছে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাবিবুর রহমান বাচ্চু বলেন, বিচারক মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।