রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩০ অপরাহ্ন

বাজার তদারকি: দাদশীর ৩ ব্যবসায়ীর জরিমানা

নিজস্ব প্রতিবেদক ॥
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৬৪ Time View

মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণসহ নানা অভিযোগে রাজবাড়ী সদর উপজেলার তিন ব্যবসায়ীকে রোববার জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জানা গেছে, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ করায় রাজবাড়ী সদর উপচেলার দাদশী বাজারের শাওন ট্রেডার্সকে এক হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন করায় একই বাজারের মেসার্স সবিতা মিষ্টান্ন ভান্ডারকে দুই হাজার টাকা এবং অনামিকা মিষ্টান্ন ভান্ডারকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৫১ ধারায় এ জরিমানা আদায় করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, রাজবাড়ীর সার্বিক নির্দেশনায় রাজবাড়ী জেলা কার্যালয় কর্তৃক রাজবাড়ী জেলার সদর উপজেলার বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। তদারকি কার্যক্রম পরিচালনাকালে সদর উপজেলার বড় বাজার ও দাদশী বাজার এলাকায় বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয় ভোজ্যততেল এর পাইকারী ও ডিলার পর্যায়ের ব্যাবসা প্রতিষ্ঠানসমূহে। বাজার তদারকি কার্যক্রম পরিচালনাকালে পণ্যের মূল্য যথাযথভাবে বিক্রয় সঠিকতা যাচাইসহ ব্যবসায়ীদের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদকরণ, ক্রয় রশিদ সংরক্ষণ এবং ন্যায্য মূল্যে পণ্যসামগ্রী বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয়। উক্ত কার্যক্রম পরিচালনাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ও ৫১ ধারার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে যথাক্রমে; ০৩ (তিন) টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য সরকার নির্ধারিত বিধির অধীন যথা নিয়মে ক্রয়-বিক্রয় করার জন্যর ব্যবসায়ীগণকে সতর্ক করা হয়। জেলা প্রশাসন রাজবাড়ী ও জেলা চেম্বার অব্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষ এর সহায়তায় এবং পুলিশ লাইন্স রাজবাড়ী এর সদস্য্বৃন্দ ও জেলা স্যানিটারী ইন্সপেক্টর রাজবাড়ী- এর অংশগ্রহণে উপর্যুক্ত তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com