রাজবাড়ী-১ আসনের জতীয় সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী বলেছেন, খেলাধুলা করলে মন ভালো থাকে মেধার বিকাশ ঘটে। তোমরা বেশি বেশি পড়াশোনা করবে। বুধবার রাজবাড়ী পৌরসভার ১নং বেড়াডাঙ্গায় শাপলা কিন্ডারগার্টেন বার্ষিক ক্রীড়া, সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, তোমরাই বাংলাদেশের আগামীর ভবিষ্যতে। অবিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা ছোট্ট ছোট্ট সোনামনির প্রতি লক্ষ্য রাখবেন। বাচ্চারা ভালো কোন বিষয় নিয়ে বেশি কৌতুহল সেই দিকেই তাদর স্বাধীন করতে হবে। বহির্বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকতে হলে শিশুদের প্রতি যতœশীল দায়িত্ব পালন করতে হবে।
রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও শাপলা কিন্ডার গার্টেনের সভাপতি মহম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার, সাবেক অধ্যক্ষ কুদরত আলী, রাজবাড়ী পৌরসভার ৪নং ওয়াড কাউন্সিলর আবু মো. হাসান।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাপলা কিন্ডারগার্টেন উপাধ্যক্ষ মানিক পোদ্দার। সঞ্চালনা করেন শাপলা কিন্ডারগার্টেন সহকারি শিক্ষক হালিমা খাতুন।