রাজবাড়ীর বালিয়াকান্দি, গোয়ালন্দ ও কালুখালীতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।
বালিয়াকান্দি প্রতিনিধি জানান, “স্মার্ট হবে স্থানীয় সরকার নিশ্চিত করবে সেবার অধিকার” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়েছে। সকালে র্যালী শেষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, ডাঃ সজল সোম ,ইউপি চেয়ারম্যান বাদশা আলমগীর, আলমগীর বিশ্বাস, ইউপি সচিব রোকনুজ্জামান প্রমূখ।
গোয়ালন্দ প্রতিনিধি জানান, গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ডক্টর সুবর্ণা ফেরদৌস, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) বিদ্যুৎ কুমার ঘোষ, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সচিব মো. মেনামুল হাসান মিন্টু, উজানচর ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ ইব্রাহিম সরদার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
কালুখালী প্রতিনিধি জানান, স্মার্ট হবে স্থানীয় সরকার,নিশ্চিত হবে সেবার অধিকার – এই প্রতিপাদ্য সামনে রেখে মঙ্গলবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন বর্ণাঢ্য শোভাযাত্রার ও আলোচনা সভার আয়োজন করে। সকালে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খান আব্দুল্লাহ আল মামুন।
সভায় উপজেলা প্রকৌশলী তৌহিদুল হক জোয়ার্দার, মুক্তিযোদ্ধা আকামত আলী, এসআই সুবোধ কুমার প্রমুখ বক্তব্য রাখেন।