পাংশা উপজেলার সরিষা ইউপির প্রেমটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম শরীফুল হুদা (সাগর মাস্টার) শিক্ষা ও মানব কল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ‘দানবীর হাজী মুহাম্মদ মহসীন গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২২ পদক’ লাভ করেছেন। মঙ্গলবার বিকেল ৪টায় রাজধানী ঢাকার নিউ চিংড়ী চাইনিজ রেস্টুরেন্টে দানবীর হাজী মুহাম্মদ মহসীন স্মৃতি পরিষদ ও একাত্তর গবেষণা পরিষদের যৌথ উদ্যোগে “নৈতিকতা রক্ষায় রমজানে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা, গুণীজন সম্মাননা ও ইফতার মাহফিলে অতিথিবৃন্দ এ সম্মাননা পদক প্রদান করেন।
দানবীর হাজী মুহাম্মদ মহসীন স্মৃতি পরিষদের সভাপতি কাজী জামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. কামাল উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল ইসলাম এছাড়া দানবীর হাজী মুহাম্মদ মহসীন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক প্রেম সাগর মিলন ও অনুষ্ঠান সহযোগী জয়া চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।
পদক প্রাপ্ত সাগর মাস্টার কশবামাজাইল ইউপির কশবামাজাইল গ্রামের বিশিষ্ট সমাজসেবী মো. শামছুল হুদার মেজো ছেলে। তিনি পাংশা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচিত সভাপতি। এছাড়া কেন্দ্রীয় বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের যুগ্ম সম্পাদক, কেন্দ্রীয় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতিসহ এলাকায় শিক্ষা, ক্রীড়া, সাংস্কৃতিক কর্মকান্ড বিকশিত করার কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।