ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী কার্যালয় বুধবার অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে।
রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাকিবুল ইসলাম জানান, খানখানাপুর বাজারের কনিকা মিষ্টান্ন ভান্ডারে খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ ও অতিরিক্ত ওজনের প্যাকেট ব্যবহার করে মিষ্টি বিক্রয় করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ও ৪৬ ধারার লঙ্ঘনজনিত অপরাধে তিন হাজার টাকা, আদর্শ মিষ্টান্ন ভান্ডারে অতিরিক্ত ওজনের প্যাকেট ব্যবহার করে মিষ্টি বিক্রয় করা ও মেয়াদ উত্তীর্ণ পানীয় দোকানে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় ২০০৯ এর ৪৬ ও ৫১ ধারার লঙ্ঘনজনিত অপরাধে পাঁচ হাজার টাকা এবং মালিক মিষ্টান্ন ভান্ডারে অতিরিক্ত ওজনের প্যাকেট ব্যবহার করে মিষ্টি বিক্রয় করায় ২০০৯ এর ৪৬ ধারার লঙ্ঘনজনিত অপরাধে এক হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, তদারকি কার্যক্রম পরিচালনাকালে সদর উপজেলার খানখানাপুর বাজার ও মুরগী ফার্ম নতুন বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদকরণ, ক্রয় রশিদ ও ভাউচার এর সহিত বিক্রয় মূল্য যাচাইকরণ এবং ধার্য্যকৃত ও নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় না করাসহ অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ না করার বিষয়ে তদারকি ও নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সর্বসাধারণের মাঝে সচেতনমূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয় এবং বিভিন্ন প্রকার মৌসুমীফল ও ইফতারপণ্য নির্ধারিত বিধির অধীন যথা নিয়মে ক্রয়-বিক্রয় করার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়। কার্যক্রম পরিচালনাকালে জেলা প্রশাসন রাজবাড়ী, জেলা পুলিশ রাজবাড়ী ও সদর থানা, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রাজবাড়ী সদর উপজেলা এবং জেলা চেম্বার অব্ কমার্স এর সহায়তায় উপর্যুক্ত তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে।