রাজবাড়ীতে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত ১২ ঘণ্টায় রাজবাড়ী সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হয়েছে ২২ জন। ওয়ার্ডে জায়গার সঙ্কুলান না হওয়ায় হাসপাতালের বাইরে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে নার্স ও চিকিৎসকদের। রাজবাড়ী সদর হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে শয্যা মাত্র ১২টি। শয্যা পূর্ণ হয়ে গেলে ফ্লোরে ১০ জনকে রাখার মত ব্যবস্থা আছে। গত চার পাঁচ দিন ধরে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়তে থাকে। রোববার হাসপাতালে ভর্তি ছিল ২২ জন রোগী। এরপর আরও গ২২ জন রোগী ভর্তি হয়। যে কারণে কয়েকজন রোগীকে হাসপাতালের বাইরে রাখতে হয়েছে অনিচ্ছা সত্ত্বেও। তবে সোমবার সুস্থ হয়ে যাওয়া ২২ জন রোগীকে রিলিজ দেওয়া হয়েছে। রোগীরা জানায়, ডায়রিয়া, বমি, পাতলা পায়খানা নিয়ে তারা ভর্তি আছেন। হাসপাতাল থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে। কেউ সুস্থ হয়েছেন। আবার কেউ সুস্থ হয়নি।
রাজবাড়ী সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে কর্মরত সিরিয়র স্টাফ নার্স মিনতি রায় চৌধুরী জানান, রোগীর চাপে তারা নিজেরাই অসুস্থ হয়ে পড়ছেন। তবুও সেবা দিতে কোনো কার্পন্য করছেন না। রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএমএ হান্নান জানান, কী কারণে ডায়নিয়ার প্রকোপ বেড়েছে তা বলা সম্ভব নয়। তবে পানি থেকে হতে পারে। সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।