কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর বাস্তবায়নে এবং সেভ দ্য চিলড্রেনের আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাংলাদেশ সেইফ হোম প্রজেক্টের আওতায় সমাজসেবা অধিদপ্তর, চাইল্ড ট্রাফিকিং কমিটি (সিটিসি), চাইল্ড ওয়েল ফেয়ার বোর্ড (সিডব্লিউবি) এবং কমিউনিটি বেইজড চাইল্ড প্রটেকশন কমিটি (সিবিসিপিসি) কমিটির মাধ্যমে গোয়ালন্দ উপজেলা সম্মেলন কক্ষে এক সমন্বয় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মো. জাকির হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোয়ালন্দ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার নির্বাহী পরিচালক কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব মো. মোস্তফা মুন্সি। শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহাদৎ হোসেন প্রকল্প সমন্বয়কারী বাংলাদেশ সেইফ হোম প্রজেক্ট দৌলতদিয়া গোয়ালন্দ। সভা সঞ্চালনা করেন মো. রেজাউল করিম ম্যানেজার সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ সেইফ হোম প্রজেক্ট।
সভায় উপজেলা চেয়ারম্যান জনাব মো. মোস্তফা মুন্সি তিনি বলেন যৌন পল্লীর বিপথগামী শিশুদের সমাজের মূলধারায় আনার জন্য কেকেএস এর মাধ্যমে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন। উপস্থিত সকল পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ নিজ নিজ জায়গা থেকে প্রয়োজনীয় সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য, শিক্ষা, যুব উন্নয়ন, মহিলা বিষয়ক কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, চাইল্ড ট্রাফিকিং কমিটি (সিটিসি), চাইল্ড ওয়েল ফেয়ার বোর্ড (সিডব্লিউবি) এবং কমিউনিটি বেইজড চাইল্ড প্রটেকশন কমিটির (সিবিসিপিসি) সদস্যবৃন্দ, ও কেকেএস ও সেভ দ্য চিলড্রেন এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।