রাজবাড়ী আদালতে এখন থেকে বিশ্রাম নেওয়ার সুযোগ পাচ্ছেন বিচারপ্রার্থীরা। রোববার দুপুরে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জ নামে এ বিশ্রামাগারের উদ্বোধন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা ও দায়রা জজ রুহুল আমিন, রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রানী সাহা প্রমুখ।
এসময় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, দূর-দূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামের সুবিধার্থে সারাদেশের ৬৪ জেলায় এ ন্যায়কুঞ্জ উদ্বোধন করা হচ্ছে। এখানে পুরুষ ও নারীর জন্য পৃথক শৌচাগারসহ থাকবে বিশ্রামাগার, ব্রেস্ট ফিডিং কর্নার ও ফাসফুডের দোকান। সেখান থেকে যে লভ্যাংশ আসবে, সে টাকা ওই ন্যায়কুঞ্জ পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। এছাড়া এটি দেখভালের জন্য একজন কর্মকর্তা দায়িত্বে থাকবেন।
এর আগে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচারকের সংখ্যা বাড়লে দেশের আদালতগুলোয় মামলা জট কমে আসবে। এ দেশে জুডিশিয়াল কেসের সংখ্যা আছে ৩৫ লাখ আর বিচারকের সংখ্যা ২ হাজার। তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এই মামলার জট ছাড়াতে আমরা আরও বিচারক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। বিচারকের সংখ্যা বেড়ে গেলে মামলার জট কমে আসবে।