ডেস্ক রিপোর্টঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সন্তান হত্যার বিচারের দাবিতে লাশ নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন নিহতের পরিবার ও স্থানীয় জনগণ।
মঙ্গলবার দুপুরে উপজেলার মাধবপুর-নাসিরনগর সড়কের হরিপুর অংশে এ কর্মসূচি পালন করা হয়।
পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই বছর ধরে উপজেলার টেকপাড়া গ্রামের মাটির রাস্তা দিয়ে ৪০টি ট্রাক দিয়ে ইটভাটার জন্য মাটি আনা-নেওয়ার পথে প্রায়ই ঘটত দুর্ঘটনা। গত রোববার রাস্তা নষ্ট করে মাটি আনতে বাধা দেন নিহত রাসেল মিয়ার (৭) বাবা মো. আওয়াল মিয়া। এতে ক্ষিপ্ত হন ট্রাকের মালিক ও ইটভাটার অংশীদার মো. কাপ্তান মিয়া।
পরদিন সোমবার দুপুরে ট্রাক দিয়ে ইটভাটায় মাটি নেওয়ার সময় রাসেল ট্রাক ধীরে চালাতে বললে চাপা দেন চালক আবু বকর। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এ ঘটনায় পরিবার থানায় গেলেও পুলিশ মামলা নেয়নি। মঙ্গলবার দুপুরে ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ। এরপর শিশু রাসেল হত্যার বিচার ও প্রধান অভিযুক্ত কাপ্তান মিয়াকে গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করেন নিহতের পরিবার ও স্থানীয়রা।
কাপ্তান মিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রয়েল ব্রিকস ফিল্ডের অংশীদার। নিহত রাসেল উপজেলার হরিপুর ইউনিয়নের টেকপাড়ার মো. আওয়াল মিয়ার ছেলে। সে স্থানীয় হরিপুর সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ বিষয়ে নিহত রাসেলের বাবা মো. আওয়াল মিয়া বলেন, মামলা করার জন্য থানায় গিয়েছি অনেকবার। কিন্তু পুলিশ টাকা খেয়ে মামলা নিচ্ছে না। তাই সন্তানের লাশ নিয়ে রাস্তায় আসছি। বিচার না হওয়া পর্যন্ত লাশ দাফন করব না।
তবে এ অভিযোগ অস্বীকার করে মো. কাপ্তান দাবি করেন, ট্রাকচালক ছেলেটিকে মেরেছে। আমার কোনো দোষ নাই।মামলা না নেওয়ার বিষয়ে নাসিরনগর থানার ওসি হাবিবুল্লা সরকার বলেন, আমার কাছে কেউ এখনো মামলা করতে আসেনি।