রাজবাড়ীর সদর উপজেলায় মৎস্য অধিদপ্তরের আওতায় মঙ্গলবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের বারিকগ্রাম বিলের সুফলভোগীদের সাথে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
কালি মন্দির প্রাঙ্গণে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্ট ফেজ (এনএটিপি-২), (১ম সংশোধিত) মৎস্য অধিদপ্তরের আওতায় সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে বারিকগ্রাম বিলের সুফলভোগীদের সাথে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোস্তফা আল রাজিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরজাহান আক্তার সাথী। বিশেষ অতিথি ছিলেন বানীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেফালী আক্তার, সদর থানার এস আই আবুল হোসেন খান, বানীবহ ইউনিয়নের মেম্বার মজিবর রহমান, মোয়াজ্জেম শেখ, কামরুল ইসলাম শাহেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরজাহান আক্তার সাথী বলেন, কোন অবৈধ উপায়ে যদি এখানে কেউ চায়না দুয়ারী দিয়ে মাছ ধরে তাহলে ২ বছরের জেল দেয়া হবে কারণ সরকার এই বিলে লক্ষ টাকার মাছ ছেড়েছে সেটা আপনাদের সবাইকে রক্ষা করতে হবে। তাই আপনাদের সবাইকে সচেতন হতে হবে। কারেন্ট জাল ও চায়না দুয়ারি দিয়ে কখনোই মাছ ধরা যাবে না। এটা আপনাদের মাছ এগুলো আপনারাই খাবেন, তাই আপনাদের সবাইকে বারিকগ্রাম বিল রক্ষা করতে হবে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেফালী আক্তার বলেন, মাছ গুলো সবাই দেখা শোনা করবেন সরকার দিবে সেটা আমাদের সবাইকে রক্ষণাবেক্ষণ করতে হবে।