“শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পৃথকভাবে তিনটি বিদ্যালয়ে ১০০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছোটভাকলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ রাকিব হোসেনের নিজস্ব অর্থায়নে ছোটভাকলা ইউনিয়নে অবস্থিত বরাট আব্দুল হামিদ একাডেমি হাই স্কুল, গাজী সাইফুল ইসলাম বিদ্যা নিকেতন এবং ২৬ নং কেউটিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একশ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১ টি খাতা, ১ টি স্কেল ও ২ টি কলম বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি তুহিন দেওয়ান, ছোট ভাকলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ রাকিব হোসেন, সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম নাবিল, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম মিতাম, সাংগঠনিক সম্পাদক মো. রিমন হোসেন, প্রচার সম্পাদক মো. মাসুদ মোল্লা প্রমুখ। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ রাকিব হোসেন বলেন, বাংলাদেশ ছাত্রলীগ দেশের ঐতিহ্যবাহী একটি সংগঠন। এ সংগঠন সর্বদা সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকেন। ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনের একজন কর্মী হিসাবে নিজের এলাকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার মানসিকতা নিয়েই এ উদ্যোগ।