রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের রসুলপুর গ্রামে পুকুরের পানি সেচের করণে তিন বিঘা কৃষি জমির ফসল প্লাবিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতিপূরণ দাবি করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও গোয়ালন্দ ঘাট থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী কৃষক আব্দুর রাজ্জাক শেখ ও মেহের আলী জানান, তারা অনেক ধারদেনা করে সম্প্রতি ২ বিঘা জমিতে হালি পেঁয়াজ, আধা বিঘা জমিতে গম ও আধা বিঘা জমিতে কালো জিরার আবাদ করেন।
গত শনিবার রাতের আঁধারে মজিদ শেখ তার পুকুরে স্যালোমেশিন বসিয়ে পাশ্ববর্তী ইরি ধান ক্ষেতে পানি সেচ দেন। সেচের পানিতে পাশের রাজ্জাক শেখ ও মেহের আলীর ফসলি জমির সদ্য গজানো ফসল পুরোপুরি তলিয়ে যায়। এতে তাদের প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন।
তারা আরও বলেন, ফসল তলিয়ে যাওয়া নিয়ে তারা কথা বলতে গেলে মজিদ শেখ ও তার লোকজন আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হুমকি-ধামকি দিয়ে তাড়িয়ে দেয়। গত রবিবার গোয়ালন্দ ঘাট থানা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের বিষয়ে মজিদ শেখ বলেন, আমি তাদেরকে কোন হুমকি-ধামকি বা ভয়ভীতি দেখাইনি। তবে তাদের ক্ষতি হয়েছে এটা সত্য । থানা ও কৃষি অফিস থেকে তদন্তে এসেছিল। এ বিষয়ে যে রায় হয় আমি তা মেনে নেব।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুর রহমান জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে উভয় পক্ষকে নিয়ে বুধবার শুনানি অনুষ্ঠিত হবে । এ ঘটনায় সঠিক বিচার করা হবে।