দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ঘাট কতৃপক্ষ ১০ ঘণ্টা বন্ধ রাখার পর নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে।
রাত বৃদ্ধির সাথে সাথে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে ৭ জানুয়ারি শনিবার রাত সাড়ে ১০টা থেকে রবিবার ৮ জানুয়ারি সকাল সাড়ে ৮টা পর্যন্ত এই নৌপথে নৌযান চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট সূত্রে জানা যায়, চলমান মৌসুমে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১৮ দিন ধরে ফেরি চলাচলে সাময়িক ব্যাহত হচ্ছে। প্রায় প্রতিদিন রাত থেকে পরের দিন প্রায় অর্ধেক বেলা পর্যন্ত ফেরি বন্ধ থাকে। বিশেষ করে ফেরি চলমান অবস্থায় মাঝ নদীতে ফেরি আটকে পড়ায় তীব্র শীত ও কুয়াশায় দুর্ভোগ পোহাতে হয় যাত্রীসহ যানবাহনের চালকদের। দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে এই মৌসুমে ১৮ দিনে প্রায় ৯৪ ঘণ্টার উপরে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
রবিবার সরেজমিনে সকাল ৭টায় দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা যায়, কুয়াশায় ফেরি বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় আটকা পড়েছে প্রায় কয়েকশ ছোট-বড় যানবাহন। যাত্রীবাহী পরিবহনের পাশাপাশি পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। দীর্ঘক্ষণ ঘাটে অপেক্ষা করায় চরম দুর্ভোগে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আলিম দাইয়্যান বলেন, শনিবার সন্ধ্যা থেকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে রাত সাড়ে ১০ টার দিকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল শুরু করা হয়েছে। দীর্ঘ ১০ ঘণ্টা ফেরি বন্ধ থাকায় ঘাটে বেশ কিছু যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমান এই নৌপথে ছোট-বড় ১৩টি ফেরি যানবাহন পারাপারে চলাচল করছে।