রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ কামাল বাংলাদেশ যুব গেমস এর তিন দিনব্যাপী আন্তঃ উপজেলা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।
রাজবাড়ী কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে শনিবার সকালে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম।
এ উপলক্ষে এক আলোচনা সভায় রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু কায়সার খানের সভাপতিত্বে বক্তৃতা করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খোদেজা আক্তার নাসরীন, রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ, রাজবাড়ীর অতিরিক্তি পুলিশ সুপার মো. সালাউদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানা, পংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী, রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি প্রমুখ।
গোয়ালন্দ প্রতিনিধি জানান, শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ফুটবল টুর্নামেন্টে গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থা অনুর্ধ্ব-১৭ দল সেমিফাইনাল নিশ্চিত করেছে। উদ্বোধনী খেলায় গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থা অনুর্ধ্ব-১৭ দল কালুখালী উপজেলা অনুর্ধ্ব-১৭ দলকে টাইব্রেকারে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। খেলায় নির্ধারিত সময় গোল শূন্য সমতা থাকায় খেলাটি টাইব্রেকারে গড়ালে গোয়ালন্দ উপজেলা দল ৪-৩ গোলে কালুখালী উপজেলা দলকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। ৮ জানুয়ার রবিবার বিকেল ৩ টায় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। অপরদিকে কালুখালি মহিলা দল অনুপস্থিত থাকায় গোয়ালন্দ মহিলা দল সেমিফাইনাল নিশ্চিত করে।
টুর্নামেন্ট সম্পর্কে গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক ও গোয়ালন্দ উপজেলা দলের ম্যানেজার মাহফুজুর রহমান মিলন বলেন, দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালো ভালো উদ্যোগের মধ্যে শেখ কামাল বাংলাদেশ ২য় যুব গেমস একটি প্রশংসনীয় উদ্যোগ। এ খেলায় আমার দলের ছেলেরা অনেক ভালো খেলেছে এবং আগামী ম্যাচেও ওরা ভালো খেলবে বলে আমি মনে করি। আমি যে দল গঠন করেছি সে হিসাবে আমার দল ফাইনালে খেলবে এটা আমার বিশ্বাস।