রাজবাড়ীর ডিবি পুলিশের একটি দল সোমবার ভোরে কালুখালী উপজেলার ভবানীপুর হঠাৎপাড়া এলাকা থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। সোমবার রাত সাড়ে সাতটার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় ডিবি পুলিশ। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তল, তিনটি ওয়ানশুটারগান, পিস্তলের দুটি ম্যাগাজিন, সাত রাউন্ড পিস্তলের গুলি, রাইফেলের গুলি তিন রাউন্ড ও এক রাউন্ড কার্তুজ।
রাজবাড়ীর ডিবি ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ^াস জানান, একদল সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে অপরাধমূলক কর্মকান্ড সংঘটিত করার চেষ্টা করছে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে কালুখালী উপজেলার ভবানীপুর হঠাৎপাড়া গ্রামের রবিনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রবিনসহ তার সঙ্গীরা অস্ত্রের ব্যাগ তাদের বাড়ির উঠানে ফেলে পালিয়ে যায়।
তিনি আরও জানান, রবিন চরমপন্থী দলের সদস্য। সে একটি হত্যামামলার চার্জশীটভুক্ত আসামি। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। রবিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।