যশোরে গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা হতে ১২ টি মূল্যবান মোবাইল ফোন চুরি যাওয়ার ঘটনা ঘটে। গোয়ালন্দ ঘাট থানা পুলিশ উপজেলার দৌলতদিয়া এলাকায় মহাসড়কে ঢাকামুখী দিগন্ত পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ওই ১২ টি মোবাইল ফোন উদ্ধার ও দুই ব্যাক্তিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার আব্দুল লতিফুরের ছেলে ইমরান (৩৭) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কাঠের পুল গ্রামের হারুন ভূইয়ার ছেলে মো. সোহাগ ভূইয়া (২৬)।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, মহাসড়কে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে তারা দিগন্ত পরিবহন হতে ওই ১২ টি মোবাইল ফোন উদ্ধার ও দুইজনকে গ্রেফতার করেন ।
গ্রেফতারকৃত পুলিশের কাছে স্বীকার করেছে, মোবাইল ফোনগুলো তারা যশোরে অনুষ্ঠিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দেয়া বিভিন্ন ব্যাক্তির থেকে চুরি করেন। দেশের বিভিন্ন স্হানে অনুষ্ঠিত বড় বড় জনসভাকে টার্গেট করে তারা এভাবে নিয়মিত মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে থাকে। এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় শুক্রবার রাতে মামলা নং-২৯, ধারা- ৪১১ পেনাল কোড রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে শনিবার রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।