রাজবাড়ীর পাংশায় ছিনতাই হওয়া ১০ লাখ টাকা উদ্ধার ও ছিনতাই কাজে ব্যবহৃত মোটর সাইকেল সহ খালিদ বিন ওয়ালিদ নামে এক ছিনতাইকারিকে গ্রেফতার করেছে পাংশা থানার পুলিশ।
পাংশা থানা সূত্র জানায়, গত ১৬ অক্টোবর মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের সুপার ভাইজার দোলন চক্রবর্তি অগ্রনী ব্যাংক রাজবাড়ী শাখা থেকে প্রতিষ্ঠানের টাকা উত্তোলন করে পাংশা অভিমূখে যাত্রা করেন। তিনি পাংশার পূর্ব সিমান্দ সংলগ্ন গোবিন্দর ভাটার কাছে পৌছালে বাইক যোগে তিন ছিনতাইকারি এসে তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় হঠাৎ এস আই মিজানুর রহামানের নেতৃত্বে পুলিশের একটি দলকে আসতে দেখে টাকার ব্যাগ ফেলে দিয়ে ছিনতাইকারিরা পালিয়ে যায়। পুলিশ টাকা উদ্ধার করে নিজেদের হেফাজতে রাখে।
এ ঘটনায় পরবর্তিতে মামলার পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমানের দিক নির্দেশনায় এস আই মিজানুর রহমান সহ সঙ্গীয় পুলিশ দল বুধবার অভিযান চালিয়ে ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল সহ মো. খালিদ বিন ওয়ালিদ নামে এক ছিনতাইকারিকে গ্রেফতার করে। সে পাংশা পৌরসভাধীন নারায়নপুর এলাকার আজিজুল মন্ডলের ছেলে।