০৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ আহরণ, বাজারজাতকরন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুদ ও বিনিময় নিষিদ্ধ। এ কার্যক্রমের অংশ হিসেবে সোমবার রাজবাড়ী জেলার সদর উপজেলার অন্তর্গত পদ্মা নদীতে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২২’ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাইফুল হুদা। এ অভিযানে আরও অংশ নেন জেলা মৎস্য কর্মকর্তা, রাজবাড়ী ও সিনিয়র মৎস্য কর্মকর্তা, রাজবাড়ী সদরসহ রাজবাড়ী জেলা পুলিশের একটি চৌকস দল। নিষিদ্ধ সময়ে মাছ আহরণ করার অপরাধে ১১(এগার) জন জেলের প্রত্যেককে ০৭(সাত) দিন করে বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। একই সাথে প্রায় ১ লক্ষ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করা হয়। আনুমানিক ১৫ কেজি জব্দকৃত ইলিশ মাছ ২টি এতিমখানায় বিতরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।