রাজবাড়ি পাংশার বাহাদুরপুর ইউনিয়নে সোমবার (২৪ অক্টোবর রাতে চুরির অভিযোগে মো. ফজল ওরফে ফজলা (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের শহিদুল্লাহ ওরফে চৌধুরীর ছেলে। নিহত ফজলার পরিবারের দাবি ফজলাকে ডেকে নিয়ে চুরির অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে।
ঘটনা সম্পর্কে বাহাদুরপুর ইউপির মেঘনা এলাকায় শামছুলের স্ত্রী তাসলীমা জানান, তাদের ইজিবাইকের ব্যাটারী চুরি করার সময় আমার দেবর দেখে ফেলে। পরে সে চোর চোর বলে চিৎকার করলে ফজলা দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন এলাকার লোকজন তাকে ধরে গনপিটুনী দেয়। আমি আর কিছু জানিনা।
ঘটনাস্থলের আশপাশের মানুষ নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা এসে দেখি অটো গাড়ির ব্যাটারি চুরি করেছে বলে ওকে বেঁধে পিটানো হচ্ছে। এটা দেখে আমরা চলে আসি। পরে জানতে পারি ফজলা গুরুতর অসুস্থ্য হয়ে গিয়েছিলো। তাই তাকে পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে পাংশা মডেল থানা পুলিশসহ রাজবাড়ি জেলা পুলিশের ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘটনা সম্পর্কে সিনিয়র সহকারি পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, চুরির অপরাধে গণপিটুনীতে তার মৃত্যু হয়েছে, নাকি এর পিছনে অন্য কোন কারন আছে তা এখনই বলতে পারছিনা।