মা ইলিশ রক্ষা অভিযানে শনিবার জেলায় তিনটি পৃথক অভিযানে ১০ জেলেকে আটক করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে জেল ও জরিমাসা করা হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শাহীনা ফেরদৌসির নেতৃত্বে রাজবাড়ীর পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে চার জেলেকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ইঞ্জিন বাহী ট্রলার ও কারেন্ট জাল উদ্ধার করা হয়। শনিবার বিকাল ৪ টা থেকে অভিযান চলে রাত ৭ টা পর্যন্ত।
আটককৃতরা হলো জেলা সদরের চন্দনী ইউনিয়নের ধাওয়া পাড়া এলাকার হাসান শেখের ছেলে আকরাম শেখ (৫৫), একই এলাকার সুদেপ হালদারের ছেলে হৃদয় হালদার (২০), দুলাল মন্ডলের ছেলে মাহাম মন্ডল (৩৫), নিমাই হালদারের ছেলে নির্মল হালদার (২৫)।
এসময় রাজবাড়ী জেলা মৎস্য অফিসার মো. মশিউর রহমান, মানিকগঞ্জ জেলা মৎস্য অফিসার মো. সাইফুর রহমান, শিবালয় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. জসিমউদ্দিন, গোয়ালন্দ উপজেলা মৎস্য অফিসার শাহ মো. শাহারিয়ার জামান সাবু উপস্থিত ছিলেন।
অপর একটি অভিযারে রাজবাড়ী সদর উপজেলার গোদার বাজার, সোনাকান্দর, মিজানপুর এলাকার পদ্মা নদীতে চার জেলেকে আটক করে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় ১০,০০০ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বাবু। সার্বিক সহযোগিতা করেন মোস্তফা-আল-রাজীব, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, রাজবাড়ী সদর, রাজবাড়ী।
এদিকে রবিবার কালুখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জেলেকে আটক করে ২৫০০ টাকা করে ৫০০০/- হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।