কোটি টাকা খরচ করে রাজবাড়ী পাংশার কলিমহরে বায়তুল্লাহ নূর জামে মসজিদ নামের একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মান করতে চলেছেন জাহানারা বেগম। তবে এ ভালো কাজেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জাহানারা পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফলিমারা গ্রামের মৃত আব্দুল জলিল মন্ডলের মেয়ে। তিনি ঢাকার সানটেক্স ফ্যাশন নামের একটি (গার্মেন্টস ব্যবসা) প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।
বাধা বিপত্তিকে পাশ কাটিয়ে শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে তার নিজ ইউনিয়নের দুরশুন্দিয়া গ্রামে ক্রয়কৃত ১০ শতাংস জমির উপর এ মসজিদ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, কলিমহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছা. বিলকিছ বানু, কলিমহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বকুল বিশ্বাস, পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আওয়াবুল্লাহ্ ইব্রাহীম সহ স্থানীয় ওলামায়ে কেরামগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় জাহানারা বেগম জানান, ছোট বেলা থেকেই আমার স্বপ্ন ছিল এলাকায় একটা দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করব। সেই স্বপ্ন থেকেই আমার এই উদ্যোগ এবং এই মসজিদ নির্মাণ করাটাই আমার জীবনের শেষ ইচ্ছা। তিনি আরও বলেন, মসজিদ নির্মানে আমার আপন ভাই অনেক জটিলতা সৃষ্টি করছে ও আমাকে নানা রকমভাবে হুমকি দিচ্ছে। তারপরও আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমি এই আল্লাহ ঘর নির্মাণ করে যেতে চাই।