রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের আয়োজনে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদেও স্মরনে কোরানখানি দোয়া মাহফিল ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
আওয়ামীলীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মাস্টারের সভাপতিত্বে কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ কে এম ফরিদ হেসেন বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, হারুনর রশিদ হারুন, সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, যভফঠডভলভফনমষ মফমংফৎ বালিয়াকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর বিশ্বাস, নবাবপুর ইউপি চেয়ারম্যান বাদশা আলমগীর,যুবলীগের আহবায়ক রাসেল খান রিজু,,মৎস্যজীবি লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিরন প্রমুখ। উল্লেখ্য ২০০৪ সালের ২১ আগষ্ঠ শনিবার বিকেলে আওয়ামীলীগ বঙ্গবন্ধু এভিনিউয়ে সন্ত্রাাস ও বোমা হামলার প্রতিবাদে সমাবেশের আয়োজন করে। বিক্ষোভ মিছিল থাকায় একটি ট্রাক মঞ্চ হিসেবে ব্যবহার করা হয় দলীয় কার্যালয়ের সামনে। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী জন নেত্রী শেখ হাসিনা ট্রাকে বক্তব্য শেষে জয়বাংলা জয়বঙ্ঘবন্ধু শ্লোগান দিয়ে ট্রাক থেকে নামা মাত্র গ্রেনেট হামলায় মৃত্যু পুরীতে পরিনত হয়। নিহত হয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান সহ ২৪ জন নেতা কর্মী। অল্পের জন্য বেচে যান প্রধান মন্ত্রী শেখ হাসিনা। আহত হন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান , কেন্দ্রীয় নেতা প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্ত, আমির হোসেন আমু, প্রয়াত আব্দুর রাজ্জাক সহ ৫ শতাধিক নেতাকর্মী।