নতুন প্রজন্মের শিক্ষার্থীদের আবৃত্তি ও বিতর্ক চর্চায় আরও উৎসাহিত করতে সমকাল সুহৃদ সমাবেশ রাজবাড়ী জেলা কমিটির উদ্যোগে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় অংশ নিয়ে প্রশিক্ষণার্থীরা ঊচ্ছ্বাস প্রকাশ করেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় প্রধান অতিথি হিসেবে কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী একাডেমির সভাপতি ও সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, দৈনিক সমকালের নিজস্ব প্রতিবেদক হাসানউজ্জামান।
রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি আহসান হাবীবের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ী সুহৃদ সমাবেশের উপদেষ্টা মুহাম্মদ সাইফুল্লাহ, প্রভাত দাস বিষ্ণু, কবি খোকন মাহমুদ, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরাফাত আহমেদ, রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন, ফরিদপুর সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক কাজী সবুজ, রাজবাড়ী সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক কাজী তামান্না, কর্মশালা প্রস্তুতি উপ কমিটির আহ্বায়ক রবিউল রবি প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, নিঃসন্দেহে এমন একটি সুন্দর আয়োজন খুবই সময়োপোযোগী। এ ধরনের চর্চা শিক্ষার্থীদের মানসিকতাকে সমৃদ্ধা করবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এন্ড্রয়েড ফোন থেকে দূরে থাকার চেষ্টা করবে। সব সময় সুন্দরের চর্চা করবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সমকালের রাজবাড়ী প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন।
কর্মশালায় বিতর্কের প্রশিক্ষণ দেন জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের ডিবেটিং অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক জিল্লাল হোসেন সৌরভ, সদস্য আহনাফ রাইয়ান এবং ফেরদৌস খান ফেয়ার। আবৃত্তির প্রশিক্ষণ দেন আবৃত্তিকার সানজিদা সনোকা।
সমাপনী ও পুরষ্কার বিতরণী পর্বে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন সচেতন নাগরিক কমিটি রাজবাড়ী জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. নুরুজ্জামান, রাজবাড়ীর সাবেক জেলা শিক্ষা অফিসার আজিজা খানম। এ পর্বেও সভাপতিত্ব করেন রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি আহসান হাবীব।
প্রশিক্ষণার্থীরা স্বতস্ফূর্তভাবে এ কর্মশালায় অংশগ্রহণ করে। তারা জানিয়েছে, এ ধরণের আয়োজন তাদেরকে অনেক কিছু শিখিয়েছে। এসময় অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করে।
পরে আবৃত্তি ও বিতর্ক কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার এবং সবাইকে সনদপত্র বিতরণ করা হয়।
জেলার পাঁচটি বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এ কর্মশালায় অংশগ্রহণ করে।