রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা মৎস্য দপ্তরের অভিযানে উপজেলার নারুয়া ও নবাবপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা ধংস করেছে। এ সময় অবৈধ জাল বিক্রেতাকে ১০ হাজার টাকা জড়িমানা করা হয়েছে। ঘটনা ঘটেছে ১৮ আগষ্ঠ দুপুরে।
উপজেলা নির্বাহী অফিসারের উপ প্রশাসনিক কর্মকর্তা রইচ উদ্দীন জানায়, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা নারুয়া ইউনিয়নের নরুয়া বাজার,নবাবপুর ইউনিয়নের বড় হিজলী স্লুইচ গেট এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ৩লক্ষাধিক টাকা। এসময় নারুয়া বাজারের অবৈধ জাল ব্যবসায়ি আব্দুল মতিন কে ১০ হাজার টাকা জড়িমানা করা হয়। মতিনের বাড়ী বালিয়াকান্দি সদর ইউনিয়নের শালমারা গ্রামের আব্দুল ওয়াজেদের ছেলে। দুই ইউনিয়নের জব্দকৃত জাল জনসম্মুখে নারুয়া লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজ মাঠে আগুনে পুড়িয়ে ধংস করা হয়েছে। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নাফ ও থানার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।