রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের অম্বলপুর এলাকায় মোবাইল ফোনে তানভির রাসেল (২৭) নামে একজন যুবককে হত্যা করে মেরে ফেলানোর ভয়ভীতি দেখানো হয়েছে। এব্যাপারে ভুক্তভোগী যুবক থানায় অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী যুবক গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের অম্বলপুর গ্রামের মো. শাজাহান শেখের ছেলে। তিনি পেশায় একজন বিকাশ ব্যবসায়ী।
ভুক্তভোগী যুবক ও থানা সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট শনিবার রাত ৯ টার দিকে ভুক্তভোগী তানভির রাসেল ছোটভাকলা ইউনিয়নের কাটাখালী অম্বলপুর হ্যাচারীর শেষ মাথায় থাকাকালীন সময়ে অজ্ঞাত এক ব্যক্তি তাকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগিলাজসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। ভুক্তভোগী উপায়ান্তর না পেয়ে ওইদিন রাতে গোয়ালন্দ ঘাট থানায় হাজির হয়ে উপরোক্ত বিষয়ে অভিযোগ দায়ের করেন।
এব্যাপারে ভুক্তভোগী তানভির রাসেল এর কাছে ঘটনার কথা জানতে চাইলে তিনি বলেন, আমি একজন নির্ভেজাল মানুষ। আমার জানা মতে আমার কোনো শত্রু নেই। গত ৯ আগস্ট অজ্ঞাত একজন তার পরিচয় গোপন করে আমাকে প্রাণনাশের হুমকি দেয় এবং ফোনের মধ্যে আমার পরিবারসহ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তিনি আরও বলেন, আমাকে কাটাখালী মোড়, অন্তারমোড় নদীর পাড় এবং পৌর জামতলা যেখানে পাবে সেখানেই কুপিয়ে মেরে ফেলবে। এমনকি যেকোনো সময় গুলি করে মেরে ফেলারো হুমকি দেয়।
এব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানাস, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। উপরোক্ত নাম্বারটি কার তা খতিয়ে দেখে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।