গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবী তুলে রাজবাড়ীর পাংশায় শোক র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার পাংশা প্রেসক্লাবের আয়োজনে শোক র্যালিটি প্রেসক্লাবের সামনে মালেক প্লাজা থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সাংবাদিকরা মুখে কালো কাপড় বেঁধে স্থানীয় ও জেলার সাংবাদিকরা র্যালিতে অংশ নেন।
পরে ঘন্টা ব্যাপী মানববন্ধনে পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক দৈনিক আমার দেশের প্রতিনিধি এম.এ জিন্নাহ সভাপতিত্বে ও বাংলা টিভির প্রতিনিধি রতন মাহমুদের সঞ্চালনা বক্তব্য রাখেন বিডি ২৪ লাইভ ও দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মাসুদ রেজা শিশির, সিনিয়র সাংবাদিক দৈনিক কুষ্টিয়ার কাগজের সহ সম্পাদক কাজী সেলিম, প্রেসক্লাবের সদস্য সচিব মোহাম্মদ জাকির হোসেন সরদার, প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক দৈনিক কালবেলার প্রতিনিধি শামীম হোসেন, নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি মিঠুন গোস্বামী, দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রতিনিধি এস কে পাল সমীর, দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি সাকী মাহবুব, এশিয়ান টিভির ক্যামেরা পারন্সন আল-আমিন হোসেন, দৈনিক আমার সংবাদের কালুখালী উপজেলা প্রতিনিধি সাংবাদিক রাকিবুল ইসলাম প্রমুখ।