রাজবাড়ীর গোয়ালন্দ থানা পুলিশের বিশেষ অভিযানে দুইশ পুরিয়া হেরোইনসহ ২ নারীকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা হলেন রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার উত্তর দৌলতদিয়া পুরাভিটা এলাকার মোসলেম মোল্লার স্ত্রী মোছা. নুরজাহান বেগম (৪৮), অপর আমামী একই এলাকার মো. আ. রাজ্জাক এর স্ত্রী মৌসুমী আক্তার (৩৫)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৭ টার সময় গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম এর দিকনির্দেশনায় মাদক কারবারিদের উত্তর দৌলতদিয়া পুড়াভিটার ১ নং আসামীর বাড়ির সামনে হতে তাদের কাছ থেকে ২’শত পুরিয়া অর্থাৎ ২০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।
এব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, আটককৃত মাদক কারবারিদের থানায় নিয়মিত মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।