রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার অসহায় ও এতিম শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার গোয়ালন্দ সুপারশপ সংলগ্ন একটি ভবনে আয়োজিত অনুষ্ঠানে হেল্প এন্ড নলেজ ডেভলপমেন্ট প্রোগ্রাম এর ‘এডুকেশন অব অরফান্স সার্পোট’ শীর্ষক প্রকল্পের আওতায় এসব সামগ্রী বিতরণ করা হয়।
স্বেচ্ছাসেবী সংস্থা ‘হেল্প এন্ড নলেজ’ এর দশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান।
হেল্প এন্ড নলেজ এর আঞ্চলিক পরিচালক নাজিরুল ইসলাম দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত, গোয়ালন্দ সুপারশপ এর চেয়ারম্যান ইফফাত আরা ইসলাম চন্দনা, সুপারশপ এর ব্যবস্থাপকসহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ১৮ জন এতিম শিক্ষার্থীদের প্রত্যেককে নগদ ৮ হাজার করে মোট ১ লাখ ৪৪ হাজার টাকা এবং প্রত্যেককে শিক্ষার উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।
পরিচালক সজল মোরশেদ বলেন, সংস্থাটির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে উপজেলার অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে আসছে। বিনামূল্যে স্বাস্থ্যসেবা, এতিমদের লালন-পালন ও শিক্ষার ব্যবস্থা করা, বিশুদ্ধ পানির ব্যবস্থা করা (টিউবওয়েল স্থাপন), শীত বস্ত্র বিতরণ ছাড়াও রমজান মাসে ইফতার সামগ্রী ব্যবস্থা এবং ঈদ সামগ্রী বিতরণ সহ নানারকম সেবামূলক কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় সংস্থার পক্ষ থেকে ১৮জন শিক্ষার্থীদের নগদ অর্থ ও শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।