জুলাই পুনর্জাগরণ ও গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপি আনন্দ মিছিল ও পথসভার আয়োজন করে। সকালে কালুখালী সোনালী ব্যাংক মোড় থেকে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি কালুখালী বাজার ও স্টেশন বাজার প্রদক্ষিন করে। পরে সোনালী ব্যাংক মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। সভাপিতত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউর রহমান জিরু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাই কোর্টের এটর্নি জেনারেল মোক্তার কবির খান নান্নু। এতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলী, আব্দুস সালাম শিকদার, মাজবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপিত সাইদুল ইসলাম শাহীন, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক ডা. জাকির হোসেন, মহিলা দলের নেত্রী মিসেস মেরিনা, আকলিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।