গতকাল শনিবার রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ জুলাই মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার কামরুল ইসলাম। রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্যসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও তাদের মায়েরা এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ মায়েদের আর্তনাদের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।