রাজবাড়ী ডিবি পুলিশ গত সোমবার রাতে কাজীবাধা এলাকায় অভিযান চালিয়ে একশ পুরিয়া হেরোইনসহ রুবায়েত হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে। সে রাজবাড়ী সদর উপজেলার কাজীবাধা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মফিজুল ইসলাম জানান, জেলা গোয়েন্দা শাখার টিম রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে সোমবার রাতে রাজবাড়ীর কাজীবাধা এলাকা থেকে রুবায়েত হোসেন (৩০)কে ১০০ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করে। এব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।