রাজবাড়ীর পাংশায় এক ছাত্রী ধর্ষণের অভিযোগ উঠেছে একই কলেজের শিক্ষার্থী জাবির আব্দুল্লাহ নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। অভিযুক্ত জাবির আব্দুল্লাহ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডাঙ্গিপাড়া গ্রামের বাসিন্দা। ড.কাজী মোতাহার হোসেন ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
মামলা সূত্রে যায়, অভিযুক্ত জাবির আব্দুল্লাহ ও ভুক্তভোগী ওই ছাত্রী ড.কাজী মোতাহার হোসেন ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। এরই সূত্র ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে জাবির আব্দুল্লাহ। সর্বশেষ গত মঙ্গলবার কলেজে তাদের মধ্যে অশোভন ঘটনা ঘটায় কলেজ কর্তৃপক্ষ অবিভাবকদের খবর দেয়।
পাংশা মডেল থানার ওসি সালাউদ্দিন বলেন, ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন মামলার পর আসামীকে গ্রেপ্তারপূর্বক আদালতে পাঠানো হয়েছে।