রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে। মঙ্গলবার বেলা ১১টার দিকে ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন কালে তিনি গ্রাম আদালতের সকল রেজিষ্ট্রার ও নথিপত্র পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন কালে তিনি বলেন, গ্রামে সালিশ না করে স্থানীয় বিরোধ মীমাংসার জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তির আহ্বান জানান। তিনি আরো বলেন, গ্রাম আদালতের মাধ্যমে গ্রামের বিচার কাজ নিষ্পত্তি করা হলে উচ্চ আদালতের মামলার জট কমবে এবং এলাকার সাধারণ মানুষ অল্প সময়ে ও স্বল্প খরচে ভোগান্তি ছাড়াই তাদের বিরোধের মীমাংসা পাবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. সবুজ আলী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা জুবাইর হোসেন’সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও গ্রাম পুলিশবৃন্দ।