বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারিফ উল হাসানের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ হোসনে আরা, স্থানীয় সরকার উপ পরিচালক মজাহারুল ইসলাম, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল প্রমুখ। সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার মামুন বিন সালেহ।
বক্তারা বলেন, রবীন্দ্রনাথ দুশ বছর আগেই অনেক আধুনিক ছিলেন। সেই আধুনিকতার চিত্র ফুটে উঠেছে চোখের বালি কবিতায় বিনোদিনীর চরিত্রে। রবীন্দ্রনাথ ঠাকুর এতটাই বিচক্ষণ ব্যক্তি ছিলেন যে ভারতবর্ষের নেতা ইন্দিরা গান্ধী বহুবার তার কাছে এসেছেন। একটি মানুষ যে ধরনের লেখা পড়তে চান সকল ধরণের লেখাই রবীন্দ্রনাথের লেখার মধ্যে আছে।
আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।