রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার রাখালগাছি এলাকা থেকে আল আমিন নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। সে পাবনার ঢালারচর ইউনিয়নের রামনারায়ণপুর গ্রামের আবু বক্কর মন্ডলের ছেলে। সে দীর্ঘদিন মালয়েশিয়া ছিল।
জানা গেছে, আল আমিন সাত বছর মালয়েশিয়ায় ছিলে। গত কয়েক মাস আগে বাড়িতে ছুটিতে আসে। এলাকার এক দুর্বৃত্ত তার কাছে টাকা দাবি করেন চা খাওয়ার জন্য। আল আমিন টাকা না দেওয়ায় তাকে মোবাইলে গালিগালাজ করেন এবং তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। শুক্রবার দুপুরে সে কয়েকজনকে সাথে নিয়ে পাবনা জেলার আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নে মেয়ে দেখতে আসে। পরে আল আমিন মোটরসাইকেলযোগে গোয়ালন্দঘাট থানার দেবগ্রাম ইউনিয়নের রাখালগাছি বাজারে যান। সেখানে চারটি মোটরাইকেলযোগে দুর্বৃত্তরা এসে আলআমিনের পথ রোধ করে। তাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করলে প্রাণে বাঁচতে নদীতে ঝাঁপ দেয়। এর পর থেকে সে নখোঁজ ছিল। শনিবার দুপুরে তার মরদেহ রাখালগাছি খেয়াঘাটের পাশ থেকে উদ্ধার করা হয়।
গোয়ালন্দঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, শনিবার দুপুরে তার মরদেহ রাখালগাছি খেয়াঘাটের পাশে নদী থেকে উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী মর্গে প্রেরণ করা হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।