রাজবাড়ীর গোয়ালন্দে যথাযথ মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গোয়ালন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে রাতের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের পরে গোয়ালন্দ ঘাট থানা, গোয়ালন্দ সাংবাদিক ফোরাম, গোয়ালন্দ প্রেসক্লাব, জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ হতে শ্রদ্ধা নিবেদন করেন। প্রভাত ফেরিতে উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন একে একে শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে সকাল ১০ টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকনউজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহুল আমীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কবির হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. শরিফুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানা ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো. আজিজুল ইসলাম প্রমুখসহ উপজেলা সরকারি বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া ও প্রিন্ট পত্রিকার গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যাক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।